বিদ্যুতের সংযোগই পৌঁছে যায় মানুষের কাছে,এখন ঘুরতে হয় না

ন্যাশনাল ডেস্ক: বিদ্যুতের জন্য এখন আর মানুষকে ঘোরাঘুরি করতে হয় না, বরং বিদ্যুতের সংযোগই মানুষের কাছে পৌঁছে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘এখন আর বিদ্যুতের জন্য মানুষকে ছোটাছুটি করতে হয় না। কারণ সরকার এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দেশের প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।’

বাংলাদেশ আরও উন্নত হোক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালে আমাদের সুবর্ণজয়ন্তী। ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, ইনশাআল্লাহ। ’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘২০২০-২০২১ এই বর্ষকে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। কাজেই বাংলাদেশের জনগণের সকলে এটা উদযাপন করবেন। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত বাংলাদেশ। ’

বক্তব্য শেষে এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

নতুন উদ্বোধন করা কেন্দ্রগুলো হচ্ছে- ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট, খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *