শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম এর ২৪ তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়া জেলা ছাত্র মৈত্রীর পুষ্পমাল্য অর্পন

কুষ্টিয়া প্রতিনিধি : শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম এর ২৪ তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়া জেলা ছাত্র মৈত্রীর মিছিল,শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালের ১৩ই ফেব্রুয়ারি ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা দেবাশীষ ভট্টাচার্য রুপম মৌলবাদী সন্ত্রাসী ইসলামি ছাত্র শিবির দ্বারা পরিকল্পিতভাবে নিহত হন । তার পর থেকে শিক্ষারক্ষা-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ দেবাশীষ ভট্টাচার্য রুপম প্রেরণার উৎস। 

ঘটনা:

আজ ১৩ই ফেব্রুয়ারী। এদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের প্রাণপুরুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, পাবনার মেধাবী সন্তান দেবাশীষ ভট্টাচার্য রুপমের ২২তম মৃত্যু বার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে আমাদের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি উগ্র ধর্মান্ধ রাজনৈতিক দল জামাতে ইসলামের সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জল্লাদদের হাতে চলন্ত বাসের মধ্যে নির্মমভাবে নিহত হয় দেবাশীষ ভট্টাচার্য রুপম । রুপমের বাবা শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং মা শ্রীমতি অর্পনা ভট্টাচার্য। তাদের চার সন্তানের মধ্যে রুপমই ছিল এক মাত্র পুত্র সন্তান ।

ছেলেবেলা থেকেই সুস্থ্য জীবনধারায় গড়ে ওঠা রুপম এদেশের গোটা সমাজ ব্যবস্থার সুস্থ্যতা ফিরিয়ে আনার মানসে বাবা মার অগোচরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। রুপম ছিল বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন উদীয়মান ছাত্র নেতা। বিগত ১৯৯৫ সালের ১১ই ফেব্রুযারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষ সৃষ্টি হলে ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় রুপম তার তিন বন্ধু সহ রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে যাত্রা করে। শহর ছেড়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় পৌছালে প্রায় ১৫ জন সশস্ত্র শিবির ক্যাডার বাস টিকে থামিয়ে ভেতরে ঢুকে অর্ধ শতাধিক যাত্রীর উপস্থিতিতে চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে রুপমকে উপর্যুপরি আঘাত করে। এ অবস্থায় রুপমের বন্ধুরা বাধা দিতে এগিয়ে আসলে তারাও শিবিরের পৈশাচিকতার শিকার হয়। এভাবে সন্ত্রাসীরা দশ মিনিটে তাদের অপারেশন শেষ করে কোচ থেকে নেমে যায়। তবে ড্রাইভারকে কোচটিকে কোথাও না থামিয়ে নাটোর পর্যন্ত চালিয়ে যেতে হুকুম দেয়।

নাটোর বাসটি পৌছালে কয়েকজন যাত্রী রুপম ও তার অপর তিন বন্ধু বাবু, ডাবলু ও ইকবালকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে প্রচুর রক্তক্ষরনে কোচেই রুপমের মৃত্যু ঘটে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। প্রগ্রতিশীল ছাত্র আন্দোলনে দীক্ষিত মেধাবী ছাত্র দেবাশীষ ভট্টাচার্য রুপম বাবা মার একমাত্র পুত্র সন্তান হলেও অযুত মানুষের শোষণ মুক্তির সংগ্রামে ছিল চির আগুয়ান। বিভিন্ন আন্দোলন সংগ্রামে রুপমের দৃঢ়তার সামনে দাড়িয়ে তাকে নিশ্চিন্হ করার মানসে হত্যা করা হলেও,রূপমের আদর্শ বুকে ধারন করে রয়েছে হাজার তরুন মুক্তিকামী বাঙ্গালী।রূপম অমর,শহীদ রূপম লাল সালাম তোমায়।এসময় কুষ্টিয়া জেলা ছাত্র মৈত্রীর এবং কুষ্টিয়া সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়,শহর ছা্ত্র মৈত্রীর নেতা কমী উপস্থীত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *