কুষ্টিয়ায় ১০ম মানবাধিকার নাট্যোৎসব উদযাপিত

স্টাফ রিপোটার:আর নয় রক্তপাত বন্ধ কর সংঘাত’ শ্লোগানকে ধারণ করে নানা আয়োজনে ১০ম মানবাধিকার নাট্যোৎসব-২০১৮ পালন করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়া শাখা। শনিবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রায় একটি বর্ণাঢ্য র‌্যালী কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এন এস রোডস্থ পাবলিক লাইব্রেরী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দিতীয় পর্বে বিকেল ৫টায় লাইব্রেরী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে আর্ত সামাজিক প্রেক্ষাপটের চিত্র তুলে ধরে সংগঠনের নাট্যকর্মীদলের পথ নাটক, নৃত্য, কবিতা, গণসংগীত, বাউল গান, লাঠিখেলা পরিবেশিত হয়। মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এমএ কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাট্য উৎসবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, রকিবুল ইসলাম কর্ণেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *