শক্তিশালী ২৫ সেনাবাহিনীর তালিকা

অনলাইন ডেস্ক: ২০১৮ সালের সেরা ২৫ সেনাবাহিনীর তালিকা প্রকাশ করল গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা। দেখে নেওয়া যাক কারা জায়গা করে নিল সেরা পঁচিশে।তালিকা বানানোর সময় মোট ৫৫টি বিষয়কে মাথায় রাখা হয়েছে। ১৩৬টি দেশের তুল্যমূল্য বিচারের পরই ২০১৮ সালের চূড়ান্ত তালিকা তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেনাবাহিনীর সংখ্যার পাশাপাশি অস্ত্রের বৈচিত্রের বিষয়টিও মাথায় রাখা হয়েছে।পাশাপাশি বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, শিল্প পরিস্থিতি, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও তালিকা তৈরির সময় বিবেচনা করা হয়েছে। পারমাণবিক অস্ত্র থাকলে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে। কিন্তু পারমাণবিক অস্ত্রভাণ্ডারের বিষয়টিকে কোন গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ, সেক্ষেত্রে মেলেনি কোন অতিরিক্ত পয়েন্ট।দেশের অর্থনীতিকে বিবেচনা করা হলেও রাজনৈতিক ক্ষমতা কার হাতে আছে, সেই বিষয়টিকে তালিকা তৈরির সময় কোন গুরুত্ব দেওয়া হয়নি। নিজেদের মধ্যে কৌশলগত যোগাযোগের কারণে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধে দেওয়া হয়েছে পয়েন্ট দেওয়ার সময়। ২০০৬ সাল থেকে এই তালিকা বানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার।
সেরা পঁচিশে জায়গা করে নিয়েছে এশিয়ার ১১টি দেশ, উত্তর আমেরিকার দু’টি, ইউরোপের আটটি, আফ্রিকার দু’টি, দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং অস্ট্রেলিয়া। সামরিক শক্তির দিক থেকে সেরা পঁচিশের তালিকায় ২১, ২২, ২৩, ২৪ এবং ২৫তম স্থানে আছে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, আলজেরিয়া, তাইওয়ান এবং কানাডা।
তালিকায় ১৬, ১৭,১৮,১৯ এবং ২০তম স্থানে আছে ইসরায়েল, পাকিস্তান, উত্তর কোরিয়া, স্পেন এবং ভিয়েতনাম। পরমাণু অস্ত্রধর দেশ হওয়ার জন্যই সেরা পঁচিশে ঢুকে পড়েছে পাকিস্তান, এমনটাই জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার।
তালিকায় ১১, ১২, ১৩,১৪ এবং ১৫ নম্বর স্থানে আছে ইতালি, মিশর, ইরান, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে এই তালিকায় ঢুকে পড়েছে ব্রাজিল। প্রথম পনেরোতে জায়গা করে নিয়েছে এশিয়ার দুই দেশ ইরান এবং ইন্দোনেশিয়াও।
ছয় থেকে দশে ইউরোপীয় শক্তিরই প্রাধান্য। যারা অধিকাংশই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশ স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি।
পঞ্চম স্থানে আছে ইউরোপের আরেক শক্তি ফ্রান্স। আর চতুর্থ স্থানে ভারত। তালিকায় প্রথম তিনটি দেশ হল আমেরিকা, রাশিয়া আর চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *