মার্চে হতে পারে উপজেলা নির্বাচন

ন্যাশনাল ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ১৯ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট গ্রহণ করা হয়। ছয় দফায় এই নির্বাচন হয়। এটি ছিল দেশের চতুর্থ উপজেলা নির্বাচন।

আজ উপজেলা পরিষদের নির্বাচনের বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে।
দেশে ১৯৮৫ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়। ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়।

উপজেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *