বাঁরখাদা যুব উন্নয়ন সংস্থার পর্যবেক্ষন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রতিনিধি:-জেগেছে যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাঁরখাদা যুব উন্নয়েনের পথ চলা শুরু করেছিল । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক রেজিষ্ট্রেশন নং:কুষ:৯০৫/১০।সমাজের গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো,শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন,ঈদের সময় শাঁড়ী কাপড় বিতরন,কর্মসংস্থানের ব্যবস্থা করা, মৎস চাষ সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে আসছে বাঁরখাদা যুব উন্নয়ন সংস্থা । বাঁরখাদা যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম সম্পর্কে ধারনা এবং সাধারন সদস্যদের সমাজসেবা মূলক কাজের উৎসাহ করার লক্ষে এই পর্যবেক্ষন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঁরখাদা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো: আহসান আলী বিশ্বাসের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মো:আশাফুদ্ধৌলা ,উপজেলা সমাজসেবা অফিসার, কুষ্টিয়া। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন করে আজ বাংলাদেশের সকল সংগঠন দেশ ও জাতির উন্নয়ন সাধন করছে । সমাজসেবার বিকল্প নাই আজ যুবকেরাই পারে সমাজের সেবা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো:আফসার আলী ,ফিল্ড সুপারভাইজার,কুষ্টিয়া।মো:রাকিবুল ইসলাম(১) ,কারীগরি প্রশিক্ষক।মো:রাকিবুল ইসলাম,কারিগরী প্রশিক্ষক (২) এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *