নিহত ২১চীনে ফের কয়লাখনি ধস

অনলাইন ডেস্ক: চীনে একটি কয়লাখনির ছাদ ধসে ২১ জন কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
আজ রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা শনিবার প্রথমে ১৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। পরে নিখোঁজ আরও দুই জনকেও আজ মৃত অবস্থায় পাওয়া যায়।
চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লাখনিগুলোর দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত বছর ডিসেম্বরে দেশের দক্ষিণ-পশ্চিমে কয়লাখনিতে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
চীনের জাতীয় কয়লাখনি নিরাপত্তা প্রশাসন জানায়, ২০১৭ সালে খনি দুর্ঘটনায় ৩৭৮ জনের প্রাণহানি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *