প্রধানমন্ত্রীর নির্দেশ দেশকে দুর্নীতিমুক্ত করার

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘৭৫ পরবর্তী সরকার দেশে দুর্নীতির গোড়াপত্তন করেছে। সমাজকে এ ব্যাধিমুক্ত করতে হবে। ’

তিনি আরও বলেন, কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে; করা হয়েছে আবাসনের ব্যবস্থা। তাই কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

জঙ্গিবাদ সৃষ্টিতে বিএনপি-জামায়াত সরকারের প্রচ্ছন্ন সহায়তা ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।এ সময় মাদকের ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান চালানোর ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা সংস্থা ভালো কাজ করছে।

এর আগে রোববার সকালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *