ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উল্টে , নিহত ১৩

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

হতাহত সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক। তারা সবাই মেসে ঘুমিয়ে ছিলেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের মেসের উপর উল্টে পড়ে। এতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ১২ জন ঘটনাস্থলে মারা যান।

আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত ১৩ জনই পুরুষ। নিহতদের গ্রামের বাড়ি রংপুরে বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *