রেস্টুরেন্টে বৈধ গান সৌদি আরবে

অনলাইন ডেস্ক: পশ্চিমা দেশগুলোর মতো এখন থেকে সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতেও বাজবে গান। আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য রেস্টুরেন্টে এবার গান বৈধ করলো সালমান প্রশাসন। এর ফলে অন্যান্যদের মতো এখন সেখানেও ওয়েস্টার্ন গানের তালে তাল মিলিয়ে মজাদার খাবার উপভোগ করবেন সৌদিরা।

গত মঙ্গলবার সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান নির্বাহী এবং সৌদি রাজ দরবারের উপদেষ্টা তুর্কি আল শেখ এই আদেশ জারি করেন। মঙ্গলবার রিয়াদে শেখ ২০১৯ সালের বিনোদন ক্যালেন্ডার উদ্বোধনের পর আদেশটি জারি করা হয়।

এ সময় শেখ বলেন, ‘আজ (২২ জানুয়ারি) থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা। সৌদি আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর হবে।’

একইদিন আরও কয়েকটি ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে অটো রেস, মিউজিক শো, থিয়েটার পারফরমেন্স অন্যতম।

তুর্কি আল শেখ দৃঢ়ভাবে বলেছেন, চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করবেন। এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম, জিনেদিন জিদানসহ আরও অনেকেই থাকবেন।

এছাড়া স্পেনের মতো ষাঁড় দৌড় এবং ম্যাজিক শো আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। যদিও সৌদি আরবে জাদু এবং জাদুবিদ্যার শাস্তি মৃত্যুদণ্ড। সূত্র : দ্য মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *