স্যাটেলাইট যন্ত্রযুক্ত কচ্ছপ সুন্দরবনে!

অনলাইন ডেস্ক: সুন্দরবনের বিরল প্রজাতির আরও একটি কচ্ছপ (বাটাগুর বাসকা) স্যাটেলাইট ট্রান্সমিটারসহ জেলেদের জালে ধরা পড়েছে। আনুমানিক ৪০ বছর বয়সের এই কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি।

বুধবার সুতারখালী নদীতে মাছ ধরার সময় কুলসুম নামে এক নারীর জালে এ কচ্ছপটি ধরা পড়ে। পরবর্তীতে এটা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সিএফ) আমির হোসেন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে এ কচ্ছপটি ধরা পড়ার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার পুটিমারী খালে এক জেলের জালে সাড়ে ১২ কেজি ওজনের একটি কচ্ছপ আটকা পড়ে। দুপুরে শহরের প্রধান মাছ বাজারে কচ্ছপটি বিক্রির জন্য নেওয়া হলে সুন্দরবনের করমজল বাটাগুর বাসকা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আ. রব ও বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করেন।

আনুমানিক ৪০ বছর বয়সের ওই কচ্ছপটি ২০১৮ সালের ২ অক্টোবর বঙ্গোপসাগরের মোহনার কালিরচরের সুন্দরবনের ৪৩ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় ছাড়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *