ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার করার সময় এক প্রতিবন্ধীসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলার কাগমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জীবননগর থেকে কালীগঞ্জে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাগমারী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি ইজিবাইকে তল্লাশি করে প্রতিবন্ধীর চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে প্রতিবন্ধী জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মন্ডলকে আটক করা হয়। আটক প্রতিবন্ধী জালাল হোসেন দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।