অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি। এরমধ্যে সরকারি প্রিন্ট মিডিয়ার সংখ্যা একটি। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা এক মাত্র সরকারি পত্রিকাটি একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের মো. শামসূল হক টুকুর এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এই তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি ৪টি টিভি চ্যানেল রয়েছে। এগুলো হলো বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদস বাংলাদেশ টেলিভিশন ও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র। এ ছাড়া বেসরকারি ৩০টি টিভি চ্যানেল রয়েছে। দেশব্যাপী ১৪টি আঞ্চলিক রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
জাতীয় পার্টির বেগম নাসরিন জাহান রতনার অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বরিশাল জেলা থেকে ৩৫টি দৈনিক ও একটি সাপ্তাহিক ও ২টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়।