

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কুমিড়াদহ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই শিক্ষকের নাম পিন্টু কুমার মজুমদার (৪৮)। তিনি শৈলকুপার রঘুনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, গত বুধবার সকালে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন পিন্টু কুমার। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি ওই পোস্ট ডিলিট করেন। এরই মধ্যে রাতে তাঁর বাড়িতে হামলা চালায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পিন্টু কুমারকে আটক করে থানায় আনা হয়। পরে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপু।