

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালীতে অবৈধযান গরু বোঝাই নছিমনের ধাক্কায় পথচারী বৃদ্ধ ইউসুফ আলী সেখ ওরফে আফা(৮২)র মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী দবির মোল্লা রেল গেট এলাকায় কুষ্টিয়া থেকে কুমারখালীগামী গরুভর্তি স্যালো ইঞ্জিন চালিত নছিমন পিছন দিক থেকে পথচারী ইউসুফ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, নছিমনের ধাক্কায় পথচারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ইউসুফ আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় দায়ী নছিমনটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
নিহত ইউসুফ আলী স্থানীয় পশ্চিম লাহিনী পাড়া গ্রামের আদু সেখের ছেলে বলে জানান ওসি।