অনলাইন ডেস্ক : কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল। সামাজিক যোগাযোগমাধ্য ইনসটাগ্রামে একটি ছবি পোস্ট করে এ সুখবর জানান ওয়েস্ট ইন্ডিজের তারকা এই অলরাউন্ডার।
ওই ছবিটিতে দেখা যায়, তিনি একটি বাচ্চার কোমল হাত ধরে আছেন। আর ক্যাপশনে লিখেন, রাসেলের দুনিয়ায় আসার জন্য অ্যামিয়া এসকে ধন্যবাদ। ঈশ্বর সবসময় ভালো। এমন রানির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জানা গেছে, পেশায় মডেল ও ডিজাইনার লরার সঙ্গে রাসেলের বন্ধুত্ব দীর্ঘদিনের। লিভ-ইনের পর ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেল জ্যাসিম লরার সঙ্গে ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন রাসেল।