জাল টাকা সনাক্ত করা যাবে পাওয়ার ব্যাংকের মাধ্যমে

ইন্টারনেট ডেস্ক: আপনার হাতে থাকা নোটটি জাল কিনা সেটি এখন শনাক্ত করতে সহায়তা করবে পাওয়ার ব্যাংক। এটি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারির এই এডাটার পাওয়ার ব্যাংকের মডেল ‘এডাটা পি৫০০০’। বাজারে আসা নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউভি লাইট যার মাধ্যমে যে কোনো নোট জাল কিনা তা সহজেই শনাক্ত করা যাবে।এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
১১৭ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৯৯*৪৩*২২ এমএম ডাইমেনশন এবং ডিসি ৫ভি/১.০এ ইনপুট ও ভিসি ৫ভি/১.০এ আউটপুট।
এছাড়াও এই পাওয়ার ব্যাংকটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার জন্য এটিতে কোনো প্রকার দাগ কিংবা আঁচড় পড়বে না।
এডাটা পি৫০০০’ মডেলের এই পাওয়ার ব্যাংকের ওয়ারেন্টি এক বছর। মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *