চুয়াডাঙ্গার জীবননগরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালান বিরোধী অভিযানে আটক করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। ভারত থেকে অবৈধপথে আসা এ স্বর্ণচালানের ওজন ১ কেজি ২১০ গ্রাম। যার বাজারমুল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী শিংনগর হালদারপাড়ায়। ভারত সীমান্ত পেরিয়ে একটি চোরাকারবারী দল তখন একইপথে আসছিল। বিজিবির ধাওয়ার মুখে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবির টহল দল ব্যাগ তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেট উদ্ধার করে। যার ভিতরে রয়েছে স্বর্ণের ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্রেসলেট ও ৩টি চেইন। সব মিলিয়ে স্বর্ণালঙ্কারের ওজন হয় ১ কেজি ২১০ গ্রাম। আটক করা স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গার জেলা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *