মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় জেবা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেবা খাতুন ইকুড়ি গ্রামের জসিম উদ্দীনের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবনগর গ্রামের হক সাহেব নামে এক যুবক মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে আহত হয়। ওই যুবক শিশুটিকে নিয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়ি নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও চালক হক সাহেবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।