”চীন থেকে আসা ১৭৮৩ জনের স্বাস্থ্য পরীক্ষা, ধরা পড়েনি করোনাভাইরাস”

অনলাইন ডেস্ক : চীনে ভয়াবহ রূপ নিচ্ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এ পর্যন্ত মারা গেছেন ৫৬ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ। তবে, উহানের এক নার্স দাবি করেন আক্রান্তের সংখ্যা, প্রায় এক লাখ।

চীনের প্রেসিডেন্ট বলেন, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তারা। অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চীন থেকে আসা ১ হাজার ৭৮৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভাইরাসটি ধরা পড়েনি।

উহানের হাসপাতালগুলোতে রাত-দিন খেটে যাচ্ছেন চিকিৎসকরা। এরইমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন চিকিৎসাকর্মী। জিনইনতান হাসপাতালের নার্স ওয়াং জুন বলেন, আমাদের খুব সাবধানে কাজ করতে হচ্ছে। কয়েক লেয়ারের পোশাক ব্যবহার করছি। ঘণ্টার পর ঘণ্টা মাস্ক পড়ে থাকায় অনেকের মুখে ঘা হয়ে গেছে।

উহানের এক নার্স ইউটিউব ভিডিওতে জানান, আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ। কিন্তু ক্ষমতাসীন কমিউনিষ্ট সরকার তা প্রকাশ করছে না। যদিও সরকারি ডাক্তারের মুখে ভিন্ন সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *