কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নে বিষয়ভিত্তিক দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে ‘কম্পন’ নামে জেলা প্রতিবন্ধী প্রতিবন্ধী ফেডারেশন।
সোমবার বেলা সাড়ে ১১টায় ফেডারেশনের সভাপতি জেদ আলীর সভাপতিত্বে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মোছা: শাপলা খাতুন।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বিচ্যুতির বিষয় তুলে ধরে সেগুলো নিরসনে রাষ্ট্রের সংশ্লিষ্ট মহলসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক দৃষ্টিভঙ্গিসহ এগিয়ে আসার আহ্বান করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন এ্যাড. শংকর মজুমদার, নিকুসিমাজের নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম, কুষ্টিয়া প্রেসক্লাসের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।