জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের রেলগেটে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহপুর গ্রামের জুড়োন মন্ডলের ছেলে আবুল হাসেম (৪৫)। আহত হয়েছেন অপর আরোহী কর্চ্চাডাঙ্গা গ্রামের মৃত গণি ফকিরের ছেলে আব্দুল জব্বার।
জানা যায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসাড়ীয়া রেলস্টেশনের অদূরে গ্যাংকোয়াটার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোটরসাইকেলচালক আবুল হাসেম ও আব্দুল জব্বার মোটরসাইকেলযোগে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আবুল হাসেমের তাৎক্ষণিক মৃত্যু হয়। বেঁচে যায় আব্দুল জব্বার। সে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহপুর পুলিশ ফাঁড়ি।