Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় যৌতুক দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় যৌতুকদাবীতে নিজের স্ত্রীকে হত্যার মামলায় আসামী স্বামী আব্দুল কাদেরকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
গত ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারী তারিখ সন্ধ্যায় খোকসা উপজেলার দেবীনগর গ্রামে স্বামী আব্দুল কাদের যৌতুকের দাবীতে স্ত্রী মিলি খাতুনকে মারপিট ও
শ্বাসরোধ করে হত্যা করে।

পরে নিহতের ভাই সাইফুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ শুনানী শেষে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় আজ আদালত তাকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত আসামীকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। রায়ে নিহত মিলির পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।

Exit mobile version