Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘টুইটারের ডিরেক্ট মেসেজে মনের ভাব প্রকাশ করতে ইমোজি’

A Twitter logo is seen on a computer screen on November 20, 2017. (Photo by Jaap Arriens/NurPhoto via Getty Images)

অনলাইন ডেস্ক :ডিরেক্ট মেসেজ (ডিএম) অপশনে ইমোজির মাধ্যমে মনের ভাব প্রকাশের সুযোগ চালু করেছে টুইটার। তবে চাইলেই যেকোনো ইমোজি ব্যবহার করা যাবে না। টুইটারের ‘ইমোজি রি-অ্যাকশন’ মেন্যু থেকে ইমোজি বেছে নিতে হবে।

প্রাথমিকভাবে হাসি, কান্না, আগুনের ছবিসহ সাতটি ইমোজি উন্মক্ত করেছে মাইক্রোব্লগিং সাইটটি। নতুন এ সুবিধা চালুর ফলে বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় ইমোজি ব্যবহার করে নিজের অনুভূতি দ্রুত প্রকাশ করা যাবে। প্রতিক্রিয়াও জানানো যাবে।সূত্র:ইন্টারনেট

Exit mobile version