Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চাকরি করব না, চাকরি দেব এই চিন্তা থাকতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ যেন বেকার না থাকে। বাংলাদেশে অনেকেই এমন চিন্তা করে, কেউ চাকরি না করলেই বেকার। এ মানসিকতা বদলাতে হবে। অনলাইনে এখন অনেকে অর্থ উপার্জন করছে। ফ্রিল্যান্সার হিসেবে লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু এটিকে অনেকে কাজ মনে করেন না। এ মানসিকতা বদলাতে হবে। পাশাপাশি চাকরি করব না, চাকরি দেব- সেই চিন্তা থাকতে হবে।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বহুমুখী কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছে সরকার। আগে দেখতে হবে নিজে কতটুকু কাজ করতে পারবো। আমি জানি, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের এমন মানসিকতা থাকবে যে, আমি শুধু শুধু চাকরি করবো কেন, ১০টা চাকরি দিব।

Exit mobile version