
যশাের প্রতিনিধি : যশাের জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে হাত ভাঙ্গা রােগীর চিকিৎসা সেবা দেওয়ার প্রতি ডাক্তারদের অবহেলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার নারকেল গাছ থেকে পড়ে হাসান (১৩) নামের এক কিশাের দুই হাত ভেঙ্গে হাসপাতালে ভর্তি হলে ঠিক মত তদারকি করছেন না হাসপাতালে কেউ। আহত হাসান সদর উপজেলার সাতমাইল বারী নগর গ্রামের নুর ইসলামের ছেলে। সে বৃহস্পতিবার বিকেলে গাছ থেকে পড়ে যায়। এবং তার দুই হাত ভেঙ্গে যায়।
আহত হাসানের বড় ভাই মিন্টু জানিয়েছেন ,ঐ দিন রাতে রােগীর দুই হাতে প্লাস্টার করে দেওয়ার পরে সার্জারী ওয়ার্ডের বারান্দায় রাখা হয়। কিন্তু তার অসুস্থ্য ভাইয়ের কোন চিকিৎসা করা হয়নি । তিনি ডাক্তারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন এক্স-রে করিয়েছেন, অথচ ডাক্তারে অবহেলার কারনে পর দিন পর্যন্ত রোগীর কোন ব্যবস্থা নিতে পারেনি রেগীর পরিরার।
পরে সেখানে চিকিৎসা নেওয়ার প্রাক্কালে ডাক্তার ও নার্সরা তাদের সাথে অসৈজন্য মুলক আচারন করেন বলে জানিয়েছেন রোগীর পরিবার।