অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় চীনে নিজেদের সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। চীনের মূল ভূখণ্ড, হংকং ও তাইওয়ানে সব অফিস বন্ধ করে দেয়া হচ্ছে।
করোনাভাইরাসের যাতে ছড়িয়ে পড়তে না পারে তাই চীন সরকার চান্দ্র নববর্ষের ছুটি বাড়িয়েছে। সবাইকে বাড়ির ভেতরে থাকতে এবং ভ্রমণ না করতে উৎসাহিত করা হয়েছে।
করোনাভারাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজারের বেশি মানুষ। সূত্র: ভার্জ