‘৯টি মোটরসাইকেল উদ্ধার, দেখে নিন কোনটি আপনার’

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ৯টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সোহাগ (১৯) ও  মোঃ সজল (২৭)।

ডিএমপি নিউজে বলা হয়, ডিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম ৩০ জানুয়ারি বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করত এবং চোরাই মোটরসাইকেল কেনা বেচা করত।

তিনি বলেন, চোরাইকৃত মোটরসাইকেল দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর ও শরিয়তপুরে বিভিন্ন পেশার লোকজনের কাছে নকল কাগজপত্রসহ কম দামে বিক্রি করত। চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো ইঞ্জিন ও চেসিস নং দেখে মিলিয়ে নিন আপনার কোনটি-

১। রেজিস্ট্রেশন নাম্বার বিহীন লাল রং এর (পালসার) চেসিস নং–*MD2A11CZ2ECK87374*

২। রেজিঃ নম্বর বিহীন নীলকালো রং এর (সুজুকী জিক্সার) চেসিস নং- MB8NG4BAECG9103  ইঞ্জিন নং- BGA1-294527

৩। ময়মনসিংহ- ল-১১-০৪২৪ কালো রং এর ডিসকভার মোটর সাইকেল যাহার চেসিস নং- MD2DSJNZZTWC90864

৪। রেজিস্ট্রেশন নম্বর বিহীন সাদা ও কালো রং এর (ইয়ামাহা) চেসিস নং 2CL31404666,

৫। রেজিঃ নম্বর বিহীন টিভিএস ভিক্টর, চেসিস নং- N3309F003435

৬। ঢাকা মেট্রো-ল-১৭-৮২৭০ সাদা ও নীল রং, চেসিস নং- MD2DHDH77U0889515

৭। রেজিঃ নম্বর বিহীন কালো রং এর পালসার যাহার চেসিস নং- MD2D8JZZZWJ91534

৮। রেজিঃ নম্বর বিহীন লালসাদা রং (ইয়ামাহা) যাহার চেসিস নং- ME121G021A203635

৯। ঢাকা মেট্রো-ল-৩২-১০৬৫, কালো এর এ্যাপাচি, চেসিস নং- MD634KE শেষের ডিজিটগুলো ঘষামাজা অস্পস্ট, ইঞ্জিন নং- 0E4D82082937

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *