

কুষ্টিয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০১৯ ও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ স্মরণিকার মোড়ক উম্মোচন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ভেড়ামারা প্রেসক্লাব চত্তরে দৈনিক হিসনা বাণী পত্রিকার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ।
দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার আল-বিরুনি, দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপ্টন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমূখ। পরে মুক্তিযোদ্ধাসহ সমাজে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরুপ কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও এন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ,সাবিনা ইয়াসমীন শ্যামলীকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা এছাড়াও বেশকয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।