কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে নয়ন (২৫) নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেল সাড়ে ৩টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত নয়ন ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক নয়ন (২৫)। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে একমাত্র আসামি নয়ননের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের জুনে আদালতে চার্জশিট দেয় পুুলিশ।
কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।