৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার নির্দেশ

ন্যাশনাল ডেস্ক : আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এদিন পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

এ বছর ১ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার ৯৯০ জন। বাকি পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত ৩০ হাজার ৯৬৫ জন এবং মানোন্নয়ন দিতে ১৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। তবে জরুরি কথা বলার জন্য সাধারণ একটি মোবাইল ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *