অনলাইন ডেস্ক: একুশ শতকে বার্সেলোনার আধিপত্যের সূচনা হয়েছে যাদের হাত ধরে, জাভি তাদের মধ্যে অন্যতম। এখন তার বয়স হয়ে গেছে, একটু হলেও মরচে পড়েছে ফুটবলীয় দক্ষতায়। বার্সার মতো ক্লাবে খেলার মতো ক্ষমতা হয়তো আর নেই তার। সে কারণেই হয়তো খেলছেন কাতারের ক্লাব আল সাদে। কাতারে খেললেও, আবারও তাকে দেখা যেতে পারে ন্যু ক্যাম্পে। তবে খেলোয়াড় হিসেবে নয়, জাভির জায়গা হতে পারে বার্সার বোর্ডরুমে!
২০২১ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার সভাপতি নির্বাচন। বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের বিপক্ষে এই নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার জনপ্রিয় ব্যবসায়ী ভিক্টর ফন্ত। এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন তাঁর নির্বাচনী ইশতেহারও। তাঁর নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বড় চমক, তাঁর সভাপতিত্বে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর হিসেবে তিনি আনতে চান কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে। ২০২১ সাল আসতে আসতে জাভির বয়স হয়ে যাবে ৪১, তত দিনে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে দেবেন তিনি। সেই সুযোগটাই নিতে চাচ্ছেন ফন্ত। ২০১৫ সালের নির্বাচনে ফন্তের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও সেবার শেষ মুহূর্তে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আর বার্সেলোনার সভাপতি হওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। জাভিকে সামনে রেখে নির্বাচনের বৈতরণি পার হতে চাচ্ছেন তিনি। এর মধ্যে কার্লোস পুয়োলের মতো আরেক বার্সা কিংবদন্তিও প্রকাশ্যে ফন্তকে সমর্থন দিয়েছেন, সমর্থন জোগাচ্ছে বার্সেলোনার অন্যতম পৃষ্ঠপোষক গ্রিফোলসও।
ফন্ত তাঁর নির্বাচনী ইশতেহারে আরও জানিয়েছেন, স্পোর্টিং ডিরেক্টর হয়ে জাভির মূল কাজ হবে মেসি-পরবর্তী যুগের জন্য বার্সেলোনাকে প্রস্তুত করে তোলা। ৩১ বছর বয়সী মেসি তো আর চিরদিন বার্সার হয়ে খেলতে পারবেন না, তাই মেসির পরে নতুন বার্সেলোনার চেহারাটা কেমন হবে, মেসি যাওয়ার পরেও যেন বার্সা একই রকম শক্তিশালী থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব থাকবে জাভি-ফন্ত জুটির ওপর।
জাভি-পুয়োলকে নিয়ে ২০২১ সালের নির্বাচনে ফন্ত কি বার্তোমেউকে হটাতে পারবেন? সময়ই দেবে তার উত্তর!