পাপ করার সুযোগ পায় কেন মানুষ ?

ইসলামী ডেস্ক : সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন : আমাদের বিশ্বাস, আল্লাহ জন্মের আগেই মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ জানেন আমরা পৃথিবীতে এসে কী করব। তবু কেন মানুষ পাপ কাজের সুযোগ পায়?

শাকির আবদুল্লাহ, খালিশপুর, খুলনা।

উত্তর : জান্নাত ও জাহান্নামে কারা যাবে সে ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞাত হওয়া সত্ত্বেও পৃথিবীতে মানুষের প্রতি নির্দেশ হলো, জান্নাতি আমল করে জান্নাত লাভের চেষ্টা করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য সব পাপাচার থেকে বেঁচে থাকা। এ জন্য আল্লাহ তাআলা মানুষকে জান্নাত-জাহান্নামের কাজ বোঝার জন্য বুদ্ধি ও জ্ঞান দান করেছেন এবং কাজের ইচ্ছাশক্তিও দিয়েছেন। অতএব, মানুষের দায়িত্ব হচ্ছে শরিয়তের আদেশ-নিষেধ মেনে চলা।

সূত্র : ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১/২৯৬; সহিহ বুখারি, হাদিস : ৪৯৪৯; উমদাতুল কারি : ২৩/১৫২; মিরকাত : ১/২৭২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *