Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আট লাখ মানুষ ক্যান্সারে মারা গেছে ভারতে !

অনলাইন ডেস্ক : ভারতে ১০ জনের মধ্যে অন্তত একজন ক্যান্সারে আক্রান্ত হবেন এবং এই মারণ রোগে প্রতি ১৫ জনের মধ্যে একজন মারা যাবে। আজ বুধবার বিশ্ব ক্যান্সার দিবসে এমনই উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০১৮ সালের পরিসংখ্যান নিয়ে তারা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, শুধু ওই বছরই নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ ভারতীয়। তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় আট লাখের।

পাঁচ বছর ধরে ক্যান্সারে ভুগছেন প্রায় ২৩ লাখ মানুষ। ভারত বাদেও সারাবিশ্বের ক্যান্সার পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

ডব্লিউএইচও দাবি করেছে, সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে যথাযথ সতর্কতা ও চিকিৎসা পৌঁছে দেওয়া না-গেলে দুই দশকে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বাড়তে পারে।

Exit mobile version