Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে পাচার ৫ বাংলাদেশী কিশোরকে হস্তান্তর

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী কিশোরকে দেড় বছর পর বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গত সেপ্টেম্বর ২০১৮ সালে এই কিশোররা ভারতে পাচার হয়ে যায়। পরে দমদম রেলষ্টেশন থেকে পুলিশ তাদেরকে আটক করে বারাসাত কিশোলয় হোমে রাখার ব্যবস্থা করেন। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফেরত আনা হয়।
ফেরত আসা কিসোররা হলো সামির খান (১৫), পিতাঃ কাদের খান, গ্রামঃ সিংগের ডাংগ, থানাঃ কালিয়া, জেলা নড়াইল,শান্তুনু গাইন (১৫), পিতাঃ দেবাশীষ গাইন, গ্রামঃ করোরিয়া, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা, শফিকুল ইসলাম তালুকদার, পিতাঃ হেমায়েত আলী, গ্রামঃ বাংলা বাজার,  থানাঃ বান্দা চরন খোলা, জেলাঃ বাগের হাট, সাব্বির হোসেন (১৪),  পিতাঃ রহমান খান, গ্রামঃ মালিদা রাজাপুর, জাহিদ হাসান (১৮), পিতাঃ জামাল তালুকদার, গ্রামঃ পূর্ব খন্তা কাটা, থানাঃ রানদা চরন খোলা, জেলাঃ বাগেরহাট। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
Exit mobile version