খুলনা বিভাগে পুলিশের প্রথম নারী ওসি কুষ্টিয়ার মেয়ে রোকসানা খাতুন

কুষ্টিয়া প্রতিনিধি : খুলনা বিভাগে প্রথম নারী ওসি হিসেবে শুক্রবার রোকসানা খাতুন নড়াইলের নড়াগাতি থানায় যোগদান করেছেন।

কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার উত্তর কয়ার বাসিন্দা রোকসানা খাতুন ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী সরকারি চাকরি করেন।

জানা গেছে, ২০০৪ সালে রোকসানা খাতুন এসআই (উপ-পরিদর্শক) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি পাবনার ঈশ্বরদী থানায় যোগ দেন। এরপর বগুড়া, মাগুরা, খুলনা ও যশোরের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যশোরে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে গতকাল ওসি হিসেবে নড়াইলে যোগ দেন। এর মধ্যে তিনি এক বছরের মত কঙ্গোতে শান্তি মিশনে দায়িত্ব পালন করেছেন।

খুলনা বিভাগের ৫৯ থানার মধ্যে প্রথম নারী ওসি হিসেবে যোগদান করে রোকসানা খাতুন বলেন, সব পেশায় পুরুষের পাশাপাশি নারীরা ব্যাপক ভূমিকা রাখছেন। তিনিও নড়াগাতির ৬টি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদককে চিরতরে শেষ করতে বদ্ধপরিকর। নারী হিসেবে পুলিশের ওসি চাকরিটা অত্যন্ত চ্যালেঞ্জ হলেও তিনি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন ওসি হিসেবে রোকসানা খাতুনের যোগদানের কথা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *