চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২২, আক্রান্ত ৩৪,৫৪৬ জন

অনলাইন ডেস্ক : চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা ধারণা করা কঠিন। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে।

চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার। চীনের স্বাস্থ্য কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৩৪ হাজার ৫৪৬ জনকে সন্দেহজনকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীনের মূল ভূখণ্ড ছাড়াও হংকংয়ে, ম্যাকাওয়ে এবং তাইওয়ানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হওয়া অনেকেই সুস্থ হয়েছেন এবং তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।

নিহতদের বেশিরভাগই হুবেই প্রদেশের। প্রদেশটির উহান শহর থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

সংক্রমণ ঠেকাতে হাসপাতাল নির্মাণ, করোনা ভাইরাস শনাক্তের কিট আবিষ্কারে সরকারি অনুমোদনসহ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্কে জনমানবশূন্য ভৌতিক এলাকায় পরিণত হয়েছে চীনের একেকটি গ্রাম ও শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *