Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অলিম্পিকে ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে

অনলাইন ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। জয় ছাড়া কোনো বিকল্পও ছিল না ব্রাজিলের সামনে।

এমন সমিকরণের সামনে রবিবার দিবাগত রাতে লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারায় গত রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়ামে সোনাজয়ী ব্রাজিল।
হারলেও অবশ্য কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনার। সবার আগেই কনমেবল অঞ্চল থেকে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে তারা।

অনূর্ধ্ব-২৩’এর এই আসরে বাঁচা-মরার ম্যাচে ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনহো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথেউস কুনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের তৃতীয় গোলটিও করেন তিনি।

টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক জাপানের পাশাপাশি থাকবে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাওয়া দুই দল। আর্জেন্টিনা ও ব্রাজিল অংশগ্রহণ নিশ্চিত করলেও একইদিনে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে।

Exit mobile version