অনলাইন ডেস্ক : চীনসহ সারা বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রামক ভাইরাসটি মানুষ থেকে মানুষে সহজেই ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, টয়লেটের পাইপের মাধ্যমেও এটি ছড়াতে পারে। এমন শঙ্কা থেকে হংকংয়ের একটি আবাসিক ভবন থেকে একশ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হংকংয়ের সিং ই এলাকার হং মেই হাউস নামে ভবনটির দু’জন বাসিন্দার শরীরে করোনাভাইরাস পাওয়ার পর ভবনটি ছেড়ে চলে যাওয়া জন্য সবাইকে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর কে ওয়াই ইউয়েন বলেন, ‘মল অপসারণের পাইপলাইন এয়ার পাইপের সঙ্গে যুক্ত থাকায় এটা খুবই সম্ভব যে, মলের সঙ্গে থাকা ভাইরাস টয়লেটের ফ্যানের মাধ্যমে ছড়াচ্ছে।’
এরপরই ভবনটি থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হয়। তিনি জানান, ভাইরাস সংক্রমণের রাস্তা কোনটি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ্ই কারণে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।
চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সোমবার একদিনে আরও শতাধিক মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন। গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। এদিকে, হংকংয়েও মারা গেছেন একজন। এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এর মধ্যে ১২তম ও ৪২তম রোগী হং মেই হাউসের বাসিন্দা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.