Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

”অনলাইন গেমসের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার”

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক পেইজ খুলে অনলাইন গেমসের ওয়েব মানি দেয়ার কথা বলে বিভিন্ন জনের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমির হামজা নামের এক প্রতারককে আটক করা হয়েছে।

সিআইডি ঢাকার সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আমির হামজা কুমিল্লার বুড়িচং উপজেলার চরানলের জাকির হোসেন ভুঁইয়ার ছেলে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পল্টন থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা পরবর্তী জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন ফ্রি গেম খেলা বা প্রতারণার সাথে যারা জড়িত সিআইডির সাইবার মনিটরিং টিম তাদের কর্মকান্ড প্রতিনিয়ত পর্যবেক্ষন করছে।যে বা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে বলেও সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Exit mobile version