অনলাইন ডেস্ক: এবারই প্রথম বাংলাদেশে এসেছেন হলিউডের জনপ্রিয় তারকা ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল সোমবার কক্সবাজার হয়ে তিনি টেকনাফ যান। রোহিঙ্গাদের জন্য কী ধরনের মানবিক সহায়তা দরকার, তা মূল্যায়ন করছেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ কেমন চ্যালেঞ্জের মুখে আছে, তা-ও জানা–বোঝার চেষ্টা করবেন।
গত সোমবার সকালে ঢাকায় এসেই কক্সবাজার যাত্রা করেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর কক্সবাজারে এসে চলে যান রোহিঙ্গা শিবিরে। দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছান। তিনি সেখানে রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের পালিয়ে আসা এবং নির্যাতনের বর্ণনা শোনেন। তিনি ওই শিবিরে তিন ঘণ্টা সময় কাটান। বিকেল চারটার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।