Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘করোনাভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ১১১২’

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ দিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই এক হাজার একশ ১০ জন মারা গেছেন। এর বাইরে হংকং এবং ফিলিপাইনে একজন করে মারা গেছেন।

গতকাল মঙ্গলবার চীনে ৯৪ জন মারা গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার তিনশ ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রায় দু’শ মার্কিন নাগরিককে অন্তত দুই সপ্তাহ ধরে আলাদা রাখার পর বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের সেনা ঘাঁটিতে রাখা ছিল।

চীন থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের পর্যবেক্ষণে রাখা ছিল। তবে ওই ১৯৫ জন মার্কিনির কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। জানা গেছে, চীনের বাইরে এখন পর্যন্ত ২৪ দেশে ৩৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চীনেও বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন হাজার তিনশ ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Exit mobile version