
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনা ভাইরাস’র বিভিন্ন দিক নিয়ে “নোভেল করোনা ভাইরাস- এ গ্লোবাল এমার্জেন্সী” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
দিনব্যাপী এই সেমিনারে করোনা ভাইরাস’র নমুনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন কানাডা প্রবাসী ডা. ফাহিমা মুসতানজিদ। এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম মুসাতনজিদ, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ সেমিনারের আয়োজন করে।