বিনোদন ডেস্ক : চিন্তাও করা যায় না এমন অনেক কিছু ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে করে দেখিয়েছিলেন নির্মাতা এসএস রাজামৌলি। ছবিটি শুধু পুরো ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নানা রেকর্ড গড়েছিল। বর্তমানে ‘আরআরআর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজামৌলি। এতে অভিনয় করেছেন রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকারা।
মুক্তির আগেই ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ‘আরআরআর’। মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি। অন্যদিকে মুক্তির আগে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির আয় ছিল ৩০০ কোটি রুপি। ২০১৭ ছবি ছবিটি মুক্তি পেয়েছিল।
শুধু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেই ‘আরআরআর’র স্বত্ত্ব বিক্রি হয়েছে ২১৫ কোটি রুপিতে। কর্নাটকে এর পরিমাণ ৫০ কোটি রুপি। ‘আরআরআর’ সিনেমায় দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে। ‘আরআরআর’ ২০২১ সালের ৮ জানুয়ারি মুক্তি পাবে।