Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ দৌলতপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।

শনিবার ভোর রাতে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালায়। এসময় মাদক পাচার কারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। ফেন্সিডিলের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সম্পর্কে খোজ খবর নেওয়া হচ্ছে।

Exit mobile version