Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাদেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে, সিলেটে বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক : এসেছে বসন্ত। ফাল্গুনের দ্বিতীয় দিন। এ অবস্থায় প্রকৃতিতে নতুন আমেজ এনে দিতে পারে বৃষ্টি। তবে এ মুহূর্তের পূর্বাভাসে সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দেশের উত্তরাঞ্চলসহ কিছু অঞ্চলে এখনও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু শৈত্য প্রবাহ কমতে পারে পরবর্তী ৪৮ ঘণ্টায়।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী কয়েকদিনে ক্রমে তাপমাত্রা বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে আগামী মাসে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

মার্চ মাসে তীব্র কালবৈশাখী ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনাও প্রকাশ করা হয়েছে পূর্বাভাসে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ- এ তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

Exit mobile version