Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘করোনাভাইরাসে আরও ১৪২ জনের মৃত্যু আক্রান্ত ৬৮ সহস্রাধিক’

অনলাইন ডেস্ক : চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস-কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে আরও ১৪২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।

চীনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯ জন। এছাড়া পুরো দেশে আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে।

চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে চীনব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে। আক্রান্ত ৯ হাজার ৫শ’ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

জানা গেছে, চীনের বাইরে মারা গেছেন চারজন। আরও অন্তত ২৬টি দেশে এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে পড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।  সূত্র:বিবিসি,আল-জাজিরা

Exit mobile version