
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে সমাজের সর্বস্তরের জনগনের অংশগ্রহণ ভিত্তিক কর্মসূচী সফল করতে চলমান কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
‘কম্পন’ জেলা প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি মো: জেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী। এছাড়াও সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।
ইউএসএইড-এর অর্থায়নে ব্লু-ইন্টারন্যাশনাল, ব্লাস্ট, এনজিডিও সহ বিভিন্ন সংগঠন সমন্বয়ে ‘কম্পন’ জেলা প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।