‘ডাকঘরে সঞ্চয়ে সুদের হার আগের মতো রাখার দাবি’

অনলাইন ডেস্ক : ডাকঘরে সঞ্চয় আমানতের সুদের হার আগের মতো রাখার দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। গতকাল রবিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি।

পীর ফজলুর বলেন, অর্থমন্ত্রী ডাকঘরের সঞ্চয় স্কিমে সুদের হার একধাপে কমিয়ে ৬ শতাংশ নিয়ে এসেছেন। এই সুদের হার আগে ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। সেটা একবারে কমিয়ে অর্থমন্ত্রী ৬ শতাংশে এনেছেন। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ব্যাংক ডাকাতি, টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার বন্ধ করুন। সুদের হার যেন আগের হারে নিয়ে যান।

ব্যাংকখাতের অবস্থা তুলে ধরে জাপা সদস্য বলেন, বিদেশে বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির টাকা আনতে পারছে না। ঋণ খেলাপিরা টাকা পাচার করছে। সেটা ঠেকানো যাচ্ছে না। অথচ অর্থমন্ত্রী পেনশন ভোগী ও মধ্যবত্তিদের সঞ্চয়ে হাত দিচ্ছেন। তিনি এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রী বিবৃতি দাবি করেন।

উল্লেখ্য, সরকারি ব্যাংকে সুদের হার সমপর্যায়ে নিয়ে আসতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমানতের সুদের হার কমানো হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সঞ্চয় কর্মসূচির সুদের হার কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *