বিনোদন ডেস্ক : ঢাই অক্ষর প্রেম কে ছবিতে প্রথমবার বড়পর্দায় দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেক বচ্চন জুটিকে। সে সময় থেকেই বন্ধুত্ব, পরবর্তীকালে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
২০০৭ সালে ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের জীবনে আসে মেয়ে আরাধ্যা। সালমানের সঙ্গে প্রেম পুরোপুরি ভুলে অভিষেকের সঙ্গেই চুটিয়ে সংসার করছেন ঐশ্বরিয়া।
Republic World-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জুনিয়র বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। বছরে আয় ২০ কোটি টাকা।
জানা গেছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমান ২৫৮ কোটি টাকা, তার বার্ষিক আয় ১৫ কোটি টাকা।
এদিকে অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। যদিও জয়া বচ্চন দাবি করেছিলেন তিনি ও তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা।
ঐশ্বরিয়ার একটি Mercedes Benz S500, ও একটি Bentley CGT গাড়ি রয়েছে। দুবাইতে একটি বাড়ির রয়েছে, পাশাপাশি বান্দ্রায় একটি ফ্ল্যাটও রয়েছে তারা। টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে ঐশ্বরিয়ার ৭০ লাখ টাকার একটি আংটি রয়েছে।
অভিষেকের রয়েছে Jaguar XJ, Mercedes Benz S500, Bentley CGT, Range Rover Vogue গাড়ি। বান্দ্রায় একটি বাড়িও রয়েছে অভিষেকের।
ঐশ্বরিয়া ও অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলেই জানা গেছে।